• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বাটা বাংলাদেশের নতুন এমডি দেবব্রত মুখার্জি


Newsofdhaka24.com ; প্রকাশিত: শুক্রবার, ০৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১২ এএম
বাটা,
বাটা বাংলাদেশ,

বাটা সু কম্পানি বাংলাদেশ লিমিটেড দেব্রত মুখার্জিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। ভারতের ইমামি গ্রুপের ভোজ্য তেল বায়োডিজেল শাখা ইমামি এগ্রোটেক এর প্রধান মারকেটিং স্ট্রাটেজি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন দেবব্রত মুখার্জি।

বুধবার বাটা বাংলাদেশ জানিয়েছে, আগামী ১৩ আগস্ট দেবব্রত মুখার্জি প্রতিষ্ঠানটিতে যোগদান করবেন। বর্তমানে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন অনির্বাণ অসিত কুমার ঘোষ।

 

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাটা বাংলাদেশের প্রতি শেয়ারের দাম ১০০০ টাকা ছাড়িয়েছে।

 

চলতি বছরের প্রথমার্ধে বাটা বাংলাদেশ তাদের ইতিহাসের সর্বোচ্চ আয় করেছে।

এই রেকর্ড আয়ের কারণ হিসেবে ঈদের সময় নতুন পোশাক জুতা কেনায় ভোক্তাদের ব্যয় বৃদ্ধিকে উল্লেখ করেছে বহুজাতিক পাদুকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা।

স্টক এক্সচেঞ্জ ফাইলিং এর তথ্য অনুসারে দেশের ব্রান্ডেড ফুটওয়ার মার্কেটের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জানুয়ারি থেকে জুনের মধ্যে জুতা বিক্রি করে ৫৬৬.৬৪ কোটি টাকা আয় করেছে। এই সময় প্রতিষ্ঠানটি নিট মুনাফা করেছে ৪৩.৮৭ কোটি টাকা।

প্রথমার্ধ শেষে বাটা বাংলাদেশের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩২.০৭ টাকা, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। বাংলাদেশে বাটা যাত্রা শুরু করে ১৯৬২ সালে বর্তমানে রাজধানীর উপকণ্ঠে কোম্পানিটির দুটি উৎপাদন কারখানা রয়েছে একটি টঙ্গীতে অপরটি ধামরাইয়ে কারখানা দুটির দৈনিক উৎপাদন সক্ষমতা .৬০ লক্ষ্য জোড়া জুতা।

Newsofdhaka24.com / News

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ